কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ এ ০৪:৫৬ PM
কন্টেন্ট: পাতা
আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তর, নওগাঁ প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করার লক্ষ্যে নওগাঁ জেলার আওতাধীন ব্যবসা-বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়িকগণ এ দপ্তর হতে শিল্প ও বাণিজ্যিক আমদানি নিবন্ধন সনদ (আইআরসি), রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি) এবং ইনডেন্টিং নিবন্ধন সনদ প্রদান করে সহযোগিতা করা হয়। এ দপ্তর আমদানিকারক, রপ্তানিকারক এবং ইন্ডেন্টর কর্তৃক নিবন্ধন সনদ প্রদান ও নবায়নের মাধ্যমে সরকারের রাজস্ব আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নওগাঁ জেলার নিকটস্থ চাপাইনবাবগঞ্জ জেলায় সোনামসজিদ স্থলবন্দর এবং দিনাজপুর জেলার হিলি বন্দর অবস্থিত বিধায় বেশিরভাগ আমদানি ও রপ্তানি কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয়। তবে বাংলাদেশে অবস্থিত অন্যান্য স্থলবন্দর ও সমুদ্রবন্দর হতেও অত্র দপ্তরের সনদ হতে আমদানি-রপ্তানি বাণিজ্য করা হয়ে থাকে। নওগাঁ জেলার উত্তর ও পশ্চিম দিকে ভারতের সরাসরি সীমানা প্রচীর রয়েছে। এখানে একটি স্থলবন্দর প্রতিষ্ঠা করা হলে ভবিষ্যতে বাবসায়িক কার্যক্রম এবং আমদানি ও রপ্তানির কার্যাবলী বৃদ্ধি পাবে। এক্ষেত্রে দেশের রাজস্ব আহরণ ও অর্থ নৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
রূপকল্প (Vision):
বাংলাদেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যকে সহজীকরণ, কার্যকরী ও উন্নয়নমুখী করা।
অভিলক্ষ্য (Mission):
বাংলাদেশে আমদানি ও রপ্তানি বাণিজ্যকে স্বচ্ছ, কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনা করা, যাতে রেজিস্ট্রেশনসহ সকল সেবা সহজ, দ্রুততর এবং ব্যবহারবান্ধব হয় এবং এর মাধ্যমে দেশের টেকসই উন্নয়নসহ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হয়।
আমদানি ও রপ্তানি সহকারী নিয়ন্ত্রকের দপ্তর, নওগাঁ এর প্রদত্ত সেবাসমূহঃ
১। শিল্প আমদানি নিবন্ধন সনদ জারি,
২। বাণিজ্যিক আমদানি নিবন্ধন সনদ জারি,
৩। রপ্তানি নিবন্ধন সনদ জারি,
৪। ইন্ডেন্টিং ই. আর. সি জারি,
৫। শিল্প আইআরসি, বাণিজ্যিক আইআরসি, ই.আর.সি, ইন্ডেন্টিং ইআরসি রি-রেজিস্ট্রেশন,
৬। জারিকৃত সনদ নবায়ন,
৭। চেইঞ্জ ইনফরমেশন/ তথ্যাদি পরিবর্তন সেবা।
(আইআরসি -- Import Registration Certificate, ইআরসি -- Export Registration Certificate)